Logo
×

জাতীয়

ইসির তালিকা থেকেই এনসিপিকে প্রতীক নিতে হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:৪৩

ইসির তালিকা থেকেই এনসিপিকে প্রতীক নিতে হবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক আদায়ের হুমকি দিলেও নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকেই দলটিকে প্রতীক বেছে নিতে হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এমন ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে একটি বিষয় অনিষ্পন্ন আছে। তারা যে প্রতীকটা চেয়েছেন, সেটা আমাদের প্রতীক সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। তাই আমরা তাদের কাছে চিঠি দেবো। সেই চিঠি পাওয়ার পর তারা যে প্রতীক প্রস্তাব করবেন, সেটি উল্লেখ করে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব। অন্য দল বাংলাদেশ জাতীয় লীগ, তাদের প্রতীকের বিষয়টি ঠিক আছে।

জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন— এই তিনটি প্রতীকের যেকোনো একটি দেওয়ার জন্য আবেদন করে। পরে তারা সংশোধিত আবেদনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চেয়ে আবেদন জানায়।

এ বিষয়ে ইসি সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে ১১৫টি প্রতীক রয়েছে, সেখানে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা নেই। ফলে এনসিপি শাপলা প্রতীক পাবে না।