ধানের শীষে সিল দিন, হ্যাঁ’র পক্ষে রায় দিন : তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:২৩
ফাইল ছবি
আাগমী
জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট
দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ’র পক্ষে রায়
দেওয়া আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৩০
জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট
ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায়
নেতাকর্মী ও ভোটারদের প্রতি
এ আহ্বান জানান তিনি।
তারেক
রহমান বলেন, আপনারা জানেন, আমরা ৩১ দফা
সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। তবে অন্তর্বর্তীকালীন সরকার
একটি সংস্কার কমিশন করে। কম-বেশি
সব রাজনৈতিক দল সেই সংস্কার
কমিশনে তাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করে। আমরা সংস্কার
প্রস্তাব উপস্থাপন করেছি। হতে পারে কিছু
সংস্কার প্রস্তাবে দ্বিমত আছে। আমরা লুকুচাপা
করিনি, কোনোটিতে সম্মতি দিয়েছি, কোনোটিতে ডিসএগ্রিমেন্ট (দ্বিমত) আছে। লুকুচাপার কোনো
বিষয় নয়। যে অধিকার
ফেরানোর জন্য আবু সাঈদ-ওয়াসিমসহ হাজারো ছাত্র-জনতা জীবন উৎসর্গ
করেছে, তাদের এই জীবনের মূল্য
দিতে জুলাই সনদে আমরা স্বাক্ষর
করেছি।
নেতাকর্মী
ও ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, এখন ভোটকেন্দ্রে গিয়ে
একটি ব্যালটে ধানের শীষ প্রতীকে সিল
মারুন, গণভোটের ব্যালটে হ্যাঁ’র পক্ষে রায়
দিন। এ সময় রংপুর
বিভাগে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী
করার আহ্বান জানান তিনি।
রংপুর
বিভাগে বিএনপির প্রার্থীরা হলেন—বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), অধ্যাপক ডা.
এ জেড এম জাহিদ
হোসেন (দিনাজপুর-৬), অধ্যক্ষ আসাদুল
হাবিব দুলু (লালমনিরহাট-৩), ব্যারিস্টার নওশাদ
জমির সংসদ সদস্য( পঞ্চগড়-১), ফরহাদ হোসেন
আজাদ(পঞ্চগড়-২), ডা. আব্দুস
ছালাম (ঠাকুরগাঁও-২), মো. জাহিদুর
রহমান (ঠাকুরগাঁও-৩), মঞ্জুরুল ইসলাম
(দিনাজপুর-১), সাদিক রিয়াজ
চৌধুরী পিনাক (দিনাজপুর-২), সৈয়দ জাহাঙ্গীর
আলম(দিনাজপুর-৩), আক্তারুজ্জামান মিয়া
(দিনাজপুর-৪), ব্যারিস্টার এ
কে এম কামরুজ্জামান( দিনাজপুর-৫), মো. মঞ্জুরুল
ইসলাম আফ্রিদি (নীলফামারী-১), মো. সৈয়দ
আলী (নীলফামারী-২), ইঞ্জিনিয়ার শাহরিন(
নীলফামারী-৩), আব্দুল গফুর
সরকার (নীলফামারী-৪), ব্যারিস্টার হাসান
রাজিব প্রধান (লালমনিরহাট-১),রোকন উদ্দিন
বাবুল (লালমনিরহাট-২),মোকারাম হোসেন
সুজন (রংপুর-১), মোহাম্মদ আলী
সরকার( রংপুর-২), সামসুজ্জামান সামু
(রংপুর-৩), এমদাদুল হক
ভরসা (রংপুর-৪), অধ্যাপক গোলাম
রব্বানী (রংপুর-৫)সাইফুল ইসলাম
(রংপুর-৬)৷ সাইফুল
রহমান রানা (কুড়িগ্রাম-১), সোহেল হোসাইন
কায়কোবাদ (কুড়িগ্রাম-২), তাজভীর উল
ইসলাম (কুড়িগ্রাম-৩), আজিজুল ইসলাম
(কুড়িগ্রাম-৪), অধ্যাপক ডা.
খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (গাইবান্ধা-১),
আনিসুজ্জামান খান বাবু (গাইবান্ধা-২), অধ্যাপক ডা.
সৈয়দ মঈনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩), মো. শামিম
কায়সার লিঙ্কন (গাইবান্ধা-৪), মো.ফারুক
আলম সরকার (গাইবান্ধা-৫)।
এর
আগে দুপুর ১টা ৫০ মিনিটে
বগুড়া থেকে রংপুরের উদ্দেশে
যাত্রা করেন তারেক রহমান।
পথিমধ্যে গাড়িবহর থেকে নেমে ঐতিহাসিক
মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান
মাহমুদ বলখী (রহ.) এর মাজার
জিয়ারত করেন তিনি। এরপর
তিনি রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ
আবু সাঈদের কবর জিয়ারত করে
জাফরপাড়া দারুল উলুম আলিয়া মাদ্রাসা
মাঠে সমাবেশে বক্তব্য দেন।

logo-2-1757314069.png)
