Logo
×

জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচারণা চালাবে না সরকারি কর্মকর্তারা : সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:২২

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচারণা চালাবে না সরকারি কর্মকর্তারা : সচিব

নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর গণভোটেহ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এহছানুল হক কথা বলেন।

পরে গণভোটের প্রচার ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন এহছানুল হক।

এহছানুল হক বলেন, প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা হলো এই নির্বাচন গণভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ। সরকারের কোনো প্রার্থী নেই, কোনো পক্ষও নেই। আমাদের দায়িত্ব শুধু একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

এহছানুল হক আরও বলেন, নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচার করতে পারবেন না। ভোটারদের শুধু অংশগ্রহণে উদ্বুদ্ধ করা যাবে, কোনো অবস্থান নেওয়া যাবে না। গণভোটে জনগণ পরিবর্তন চায় কি না, সেটি জনগণের সিদ্ধান্ত। সরকার এখানে নিরপেক্ষ। যারা ভোটে জিতবে, তারাই সরকার গঠন করবে। ৩৬ জুলাইয়ের পর দেশে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে মানুষের মতামত জানার সুযোগই হলো এই গণভোট। কেউ ‘হ্যাঁ’ বলবেন, কেউ ‘না’ বলবেনএই সিদ্ধান্ত সম্পূর্ণ ভোটারদের।

সিনিয়র সচিব বলেন, অতীতের নির্বাচনগুলো নিয়ে মানুষের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, তা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন, প্রশাসন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ভোটগ্রহণে ভোটাররা দুটি ব্যালট পাবেন একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের। গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের, যাতে ভোটাররা বিভ্রান্ত না হন। আমরা চাই না কোনো ভোটার, বিশেষ করে নারী ভোটারদের ভুলের কারণে গণভোটে ভোট বাতিল হোক। সেজন্য তথ্য অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে সচেতনতামূলক কাজ করছেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।