Logo
×

জাতীয়

নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় উত্তরাঞ্চলে সেনাপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:২৬

নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় উত্তরাঞ্চলে সেনাপ্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা, ধৈর্য, সংযম নাগরিকবান্ধব আচরণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

রংপুর রাজশাহী সফরকালে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন এবং দায়িত্ব পালনে সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধান বলেন, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জনশৃঙ্খলা বজায় রাখা সেনাবাহিনীর প্রধান অগ্রাধিকার। সফরকালে রংপুর সার্কিট হাউস রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে অনুষ্ঠিত সভাগুলোতে নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা প্রস্তুতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা হয়।