সিলে কালি বেশি লাগলো কি-না ভোটারদের পরীক্ষা করে নিতে বলল ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় মার্কিং সিলে কালি বেশি লেগে গেল কিনা, তা ভোটারদের পরীক্ষা করে নিতে বলল নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের বিষয়টি প্রচারের জন্য বলেছে সংস্থাটি।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, মার্কিং সিল দ্বারা ব্যালট পেপার চিহ্নিত করতে হবে, সেই মার্কিং সিলে স্ট্যাম্প প্যাডের কালি লাগানোর পর তাতে অধিক কালি লেগেছে কিনা তা ভোটারকে পরীক্ষা করে নিতে পরামর্শ দেবেন। মার্কিং সিলে স্ট্যাম্প প্যাডের কালি অধিক পরিমাণে লাগলে তা প্রথমে কেবলমাত্র সহকারী প্রিজাইডিং অফিসারের সম্মুখে রক্ষিত সাদা বা অব্যবহৃত অন্য কোনো কাগজে ছাপ দিয়ে কালির অবস্থা পরীক্ষা করে মার্কিং প্লেসে ব্যালট পেপারের নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়ার জন্য ভোটারকে অবশ্যই পরামর্শ দিতে হবে।
স্ট্যাম্প প্যাডটিতে কালির প্রকৃত অবস্থা মাঝে মাঝে সহকারী প্রিজাইডিং অফিসার/পোলিং অফিসারকে পরীক্ষা করে দেখতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo-2-1757314069.png)
