নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন করা হবে: মহাপরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ২২:৫১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তের ৪ হাজার ৪২৭ কিলোমিটার এলাকা নিরাপদ রেখেই দেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
সোমবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপে এক সভায় তিনি বলেন, সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্বে থাকবে। এছাড়া ঝুঁকি বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।
বিজিবি মহাপরিচালক বলেন, বাহিনীটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করা হবে।
নির্বাচনকালীন নিরাপত্তায় হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতির কথাও জানান তিনি। কক্সবাজার ও মিয়ানমার সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ ঠেকাতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

logo-2-1757314069.png)
