ঢাকা–১১ আসনে আচরণবিধি ভেঙে বিএনপি প্রার্থীর পোস্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২০:১২
ছবি: দ্য রিপোর্ট ২৪
আচরণবিধি
ভেঙে ঢাকা–১১ আসনে
বিএনপির প্রার্থী ড. এম এ
কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন
গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার
সাটানো দেখা গেছে।
ঢাকা-১১ আসন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী
সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী সমকালকে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে
পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। এই ঘটনায় দ্রুত
ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন
কমিশন সূত্রে জানা যায়, গতকাল
বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী
৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচারণা চলবে।
এ সময় প্রার্থীরা ‘রাজনৈতিক
দল ও প্রার্থীর আচরণ
বিধিমালা ২০২৫’ মেনে চলতে বাধ্য
থাকবেন। এবারের নির্বাচনে প্রচার সামগ্রীর ওপর বিধিনিষেধ ইসি
আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারে যেকোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। এছাড়া প্রচার লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন এবং ব্যানার তৈরিতে
রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো
পরিবেশের জন্য ক্ষতিকর ও
পচনশীল নয়; এমন উপাদান
ব্যবহার করা যাবে না।
এই বিষয়ে ঢাকা-১১ আসনের
বিএনপির প্রার্থী ড. এম এ
কাইয়ুমের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ
করে তাকে পাওয়া যায়নি।

logo-2-1757314069.png)
