জকসু: শীর্ষ তিনসহ ১৫ পদে শিবির জয়ী, ছাত্রদল-ছাত্র অধিকার মিলে ৫টিতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস-সহ ১৫ পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি পদগুলোর ৫টিতে জয় পেয়েছেন ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের সদস্যরা, একটি পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত একটায় জবির শহীদ সাজিদ ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে এ ফলাফল ঘোষণা করেন জকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। শীর্ষ তিনে সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত) ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত) পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৮৭০।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) জয়ী রিয়াজুল ইসলাম ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী। নির্বাচনে সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৫৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২২২৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫০২০ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪০২২ ভোট।
নির্বাহী সদস্যপদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছে মো. জাহিদ হাসান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। ৩৯টি কেন্দ্রের ৩৮টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) বাকি একটিতে হল সংসদ।

logo-2-1757314069.png)
