Logo
×

শিক্ষা

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি ইবতেদায়ি শিক্ষকদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:১৪

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি ইবতেদায়ি শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় জোটের নেতারা এ ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তারা নতুন কর্মসূচি হিসেবে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।


ওই জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পর আমরা যেটি বুঝতে পারলাম, শিক্ষা উপদেষ্টা রেসপেক্ট ও রেসপন্স তো দূরের কথা, সৌজন্যমূলক আচরণ পর্যন্ত আমাদের সঙ্গে করেননি। আমাদের সঙ্গে সাক্ষাৎ না করে, ‘অসম্মানজনক আচরণ’ দেখিয়ে আমাদের বিদায় করে দিয়েছেন। আমাদের সাথে ‘অসম্মানজনক আচরণ’ করা মানে পুরো দেশের শিক্ষক জাতিকে অসম্মান করা। এ ধরনের আচরণের কারণে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। দুপুর ২টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে আসার পর তিনি এ কথা বলেন।