খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের কম্বল বিতরণ
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ২২:৫৭
ছবি: দ্য রিপোর্ট ২৪
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কম্বল বিতরণ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শীতার্ত ভ্যানচালক ও গরীব, দুস্থ মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করে সংগঠনটি। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, বাংলাদেশের সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এর সহযোগিতায় মোট ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

logo-2-1757314069.png)
