বেরোবিতে রিসার্চ পেপার পাবলিকেশন এন্ড সফ্ট স্কিল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি সাইফুল্লাহ মাসুম
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২৩:১১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘রিসার্চ পেপার পাবলিকেশন এন্ড সফ্ট স্কিল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং আন্তর্জাতিক মানের গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরি করা। তিনি বলেন, মানসম্মত রিসার্চ পেপার প্রকাশ এবং সফট স্কিল উন্নয়ন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে সফলতার গুরুত্বপূর্ণ চাবিকাঠি। বেরোবি উপাচার্য শিক্ষার্থীদের গবেষণায় নৈতিকতা, মৌলিকত্ব ও আন্তর্জাতিক জার্নালের মানদণ্ড অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম। তিনি গবেষণা প্রবন্ধ লেখার কাঠামো, উপযুক্ত জার্নাল নির্বাচন এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় সফট স্কিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

logo-2-1757314069.png)
