Logo
×

অর্থ ও বাণিজ্য

সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪০

সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমোদন

দেশের বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত দাম বাড়িয়ে আসছেন। ব্যবসায়ীদের অসাধু মুনাফা বন্ধ করতে ও দাম নিয়ন্ত্রণে অবশেষে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির জন্য অনুমোদন (আইপি) দিয়েছে সরকার। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির জন্য আইপি খুলে দেওয়া হবে। প্রতিদিন ৫০টি আইপি অনুমোদন হবে। সকাল ১০টায় সার্ভার খুলে দেওয়া হবে। ৫০টি আবেদন পূর্ণ হলে সার্ভার বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন পাবেন। তবে যেসব আবেদনকারী ১ আগস্ট আমদানির জন্য আবেদন করেছিলেন, তারাই অনুমোদন পাবেন। একজন আমদানিকারক শুধু একবারই অনুমোদন পাবেন।