নির্বাচনে স্পর্শকাতর স্থানে দেওয়া হবে বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:০৪
আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর স্থানে বডি ক্যামেরা দেওয়া হবে। তবে আগে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এটার অগ্রগতি কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো। সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। তিনি বলেন, বডি ক্যামেরাটা আসবে হয়তো এখন। একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব এম্বিশিয়াস ওয়েতে বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যেসব জায়গা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি।
ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটর করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে তো। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে তারা কেনাবে। আগে তো ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিল এখন কি সেটা কমবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে। কবে নাগাদ কেনা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ওরা হয়তো পরের সপ্তাহে নিয়ে আসবেন।

logo-2-1757314069.png)
