Logo
×

অর্থ ও বাণিজ্য

এখনো শুরু হয়নি শাহজালালের ৯নং গেটের আমদানি পণ্য খালাস কার্যক্রম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৪:০৭

এখনো শুরু হয়নি শাহজালালের ৯নং গেটের আমদানি পণ্য খালাস কার্যক্রম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর ঘোষিত ৯ নং গেটে থেকে আমদানি পণ্য খালাস হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি কার্যক্রম।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই গেটের সামনে অপেক্ষায় আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা।

বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া। শনিবার কাস্টমস হাউস কমিশনার মো মসিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আমদানিকারক ও অংশীজনদের জানানো হয়, বিকল্প হিসেবে হজরত শাহজালাল বিমানবন্দরের ৯ নং গেট থেকে পণ্য খালাস সম্পন্ন হবে। আমদানি পণ্যসমূহের কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্নে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

তবে আজ সকাল থেকেই আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষায় ছিলেন। এ সময় তারা জানান, বিমান বা কাস্টমস কর্তৃপক্ষের কোনও কার্যক্রম তাদের নজরে আসেনি। কার্গো ভিলেজ থেকে কয়েকটি গেট দিয়ে ভিন্ন ভিন্ন পণ্য খালাস হলেও ঘোষিত ৯নং গেট এ সকল পণ্য খালাসে সংশয় প্রকাশ করেন তারা।

তারা আরও জানান, ভারী পণ্য খালাসে হাইস্টার বা ফর্কলিফট এর মতো পরিবহণ না থাকায় কিভাবে এসব পণ্য খালাস হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।  সময়মতো আমদানি পণ্য খালাস না হলে বড় ব্যবসায়িক ক্ষতির শঙ্কা তাদের।

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে আগা