Logo
×

অর্থ ও বাণিজ্য

১ ফেব্রুয়ারি বস্ত্রকল বন্ধের সিদ্ধান্ত স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২১:৪৭

১ ফেব্রুয়ারি বস্ত্রকল বন্ধের সিদ্ধান্ত স্থগিত

আগামী ফেব্রুয়ারি থেকে সারা দেশে বস্ত্রকল বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুতা আমদানি সংক্রান্ত চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি, পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বস্ত্রকল বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এতে আরো জানানো হয়, গত ২৭ জানুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাক টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা নিরসনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্পিনিং খাতের সংকট গভীরভাবে পর্যালোচনা করা হয়।

সভায় বাণিজ্য উপদেষ্টা স্পিনিং খাতের সমস্যার যৌক্তিকতা স্বীকার করে দেশের রপ্তানি বাণিজ্য শিল্প খাতে খাতের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর, বাস্তবসম্মত ন্যায্য সমাধানের আশ্বাস দেন।

বিটিএমএ জানায়, আগামী ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

ওই সভায় টেক্সটাইল স্পিনিং খাতের চলমান সংকট নিরসনে চূড়ান্ত করণীয় নির্ধারণ করা হবে।