তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির প্রয়োজনীয় অনুমতি প্রদান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রয়োজনীয় অনুমতি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন ওই অনুমতিপত্র পৌঁছে দেন।
চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত সাত্তার পাটোয়ারী।

logo-2-1757314069.png)
