বর্তমান সময়ে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
বেবিচক কর্মকর্তা জানান, বর্তমান সময়ে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। তবে বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর এমনিতেই অতিরিক্ত সতকর্তা অবলম্বন করেছে।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিক্যাল, পেট্রোল ও ফট পেট্রোল বৃদ্ধিসহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সব ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে।

logo-2-1757314069.png)
