Logo
×

অপরাধ ও আইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:৩৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার (প্রসিকিউশন) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ধানমন্ডির আরেক এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১১/এ সড়কে প্রসিকিউশনের কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অবশ্য এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরে মোঘল রেস্তোরার সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে তন্ময় সাহা ও ভোলা ফরহাদ নামের দুইজনকে আটক করা হয়। এর মধ্যে তন্ময় সাহা ফরিদপুর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ভোলা ফরহাদ গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, সন্ধ্যায় ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি। কারা ককটেল মেরেছে তা শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, ধানমন্ডি ২৭ এলাকায় মিছিলের চেষ্টাকালে যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।