Logo
×

অপরাধ ও আইন

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: সীমান্ত থেকে ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:৩১

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: সীমান্ত থেকে ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যার ঘটনায় দুই শ্যুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল ও ইব্রাহিম। এ ছাড়া এ ঘটনায় রুবেল ও ইব্রাহিসের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের লালবাগের একটি টিম। তারা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি টিম কুমিল্লার সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের ঢাকায় আনা হচ্ছে। আনার পর বিস্তারিত জানা যাবে। এর আগে সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের  (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, আগামীকাল বুধবার সকল বিষয় সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ফিল্মি কায়দায় প্রকাশ্যে মামুনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে কোনো একটি ভবনের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছেন। তখন পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে মুহুর্মুহু গুলি করে। পরে তারা সেখান থেকে হেঁটে চলে যায়। দুর্বৃত্তদের মুখে ছিল মাস্ক, মাথায় ক্যাপ। দুজনের সঙ্গেই ছিল পিস্তল। ময়নাতদন্তে মামুনের শরীরে সাতটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে ছয়টিই শরীর ছেদ করে বেরিয়ে যায়। বাকি বুলেটটি ময়নাতদন্তের সময় বের করা হয়। ঢামেক হাসপাতাল মর্গের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।