Logo
×

অপরাধ ও আইন

পুত্রবধুর দায়ের কুপে টেকনাফে নামাজরত শাশুড়ীর মৃত্যু

Icon

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২১:৫৫

পুত্রবধুর দায়ের কুপে টেকনাফে নামাজরত শাশুড়ীর মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে নামাজরত অবস্থায় পুত্রবধুর দায়ের কোপে শাশুড়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুত্রবধূ ছেনুয়ারা (২১) কে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়র জানান, প্রায় পাঁচ দিন আগে মো: ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান।

বৃহস্পতিবার স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক ও ভালো আচরণ করেন।তার স্বামী ইদ্রিস পেশায় একজন জেলে।প্রতিদিনের মতো দুপুর আনুমানিক ৩ টার দিকে মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম তার নামাজরত শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ব্যবহৃত দা'টি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পুত্রবধু ছেনুয়ারাকে আটক করে। প্রথমে অস্বীকার করলেও পরে হত্যার দার স্বীকার করেন ছেনুয়ারা। পরে, তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।