গণসংহতির এই নেতা আরো বলেন, আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। জাতীয় স্বার্থের ভিত্তিতে বিশ্ববাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রয়োজন, যেখানে প্রতিটি মানুষ নিজেকে অংশীদার মনে করবে।
ফ্যাসিবাদ পুনর্জন্মের সব পথ চিরতরে বন্ধ করতে হবে : জোনায়েদ সাকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৭:০২
গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। যে নামেই হোক, যে শক্তির হাতেই হোক, ফ্যাসিবাদ পুনর্জন্মের সব পথ চিরতরে বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামে তার বাবার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, কোনো উগ্রবাদী মতাদর্শ কিংবা নতুন কোনো ফ্যাসিবাদ যেন আর জন্ম নিতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
আমরা অতীতে জাতিবাদী ফ্যাসিবাদের ভয়াবহ রূপ দেখেছি। আজ আবার নানা কৌশলে ধর্মীয় উসকানির মাধ্যমে জবরদস্তি শাসন কায়েমের চেষ্টা চলছে। এসবের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, তা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে।
সেই রক্তের ঋণ আমরা বহন করি এবং সেই ঋণ বহন করেই বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে চাই। এই গণ-অভ্যুত্থানের একটি স্পষ্ট ফয়সালা আছে, এটি জনগণের রায়।
গণসংহতির এই নেতা আরো বলেন, আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। জাতীয় স্বার্থের ভিত্তিতে বিশ্ববাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রয়োজন, যেখানে প্রতিটি মানুষ নিজেকে অংশীদার মনে করবে।

logo-2-1757314069.png)
