Logo
×

জেলার খবর

জামালপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

জামালপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

দ্য রিপোর্ট ২৪

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি।

জামালপুর সদর ৫ আসনে প্রচারণার প্রথম দিনেই মাঠে নেমেছেন বিএনপির প্রার্থী শাহ মো: ওয়ারেছ আলী মামুন। আজ  সকালে তিনি শাহজামাল (রহঃ) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন। এরপর শহরের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন তিনি।

প্রচারণাকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন । দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় সদর  ৫ আসনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

এ সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরাও প্রচারণায় অংশ নেন।