Logo
×

জেলার খবর

দেবীদ্বারে বিউটি পার্লার থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ২৩:৪০

দেবীদ্বারে বিউটি পার্লার থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বারে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন এস এ সরকারি কলেজ রোডের মানিক মিয়া মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘ওমেন্স পারসোনা বিউটি পার্লারের’ বারান্দায় এ ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রীর নাম তাহারিয়া তাবাসসুম নাদিয়া (১৯)। তিনি উপজেলার ৯ নম্বর গুনাইঘর ইউনিয়নের ধলাহাস গ্রামের ফজর আলী সরকার বাড়ির বাসিন্দা সফিকুল ইসলামের মেয়ে।

নাদিয়া জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি দেড় বছর ধরে ওই বিউটি পার্লারে কাজ শিখছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও কাজ শেষে পার্লারের মালিক ও অন্যান্য কর্মীরা ঘুমাতে যান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সৌদি আরবপ্রবাসী কাউছার নামের এক যুবক পার্লারের আরেক কর্মী শাহিনুর ইসলামকে ফোন করে নাদিয়ার খোঁজ নিতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নাদিয়ার কক্ষে গিয়ে তাকে না পেয়ে পার্লারের বারান্দায় যান শাহিনু । সেখানে গিয়ে বারান্দার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান।

পরে পার্লারের মালিক উজ্জ্বল কুমার পালের স্ত্রী সীমা রানী পাল ও বাড়ির মালিক মানিক চন্দ্র পালকে বিষয়টি জানানো হয়। মানিক চন্দ্র পাল দরজা ভেঙে ভেতরে ঢুকে বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাদিয়াকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ভোর রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‘ওমেন্স পারসোনা বিউটি পার্লারের’ মালিক সীমা রানী পাল জানান, নাদিয়া প্রায়ই ফোনে কথা বলত, তবে বিষয়টি তার ব্যক্তিগত হওয়ায় তারা এ নিয়ে কখনো প্রশ্ন করেননি। ধারণা করা হচ্ছে, সৌদিপ্রবাসী ওই যুবকের সঙ্গে নাদিয়ার কোনো সম্পর্ক থাকতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা সফিকুল ইসলাম বলেন, আমি ঢাকার একটি হোটেলে চাকরি করি। সকালে মেয়ের মৃত্যুর খবর পেয়ে থানায় এসেছি। কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করল, তা এখনো জানতে পারিনি।

নিহতের মা তাছলিমা বেগম জানান, তার মেয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। অনেকদিন আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিকভাবে কিছুটা বদমেজাজি হয়ে পড়েছিল। সে কারণেই হয়ত এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। গতকাল বিকেলে বাড়ি থেকে সে কর্মস্থলে এসেছিল।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।