জোটকে আসন ছেড়ে দিয়ে
প্রার্থিতা প্রত্যাহার করতে চাওয়ায় অবরুদ্ধ জামায়াত প্রার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ২২:৫৪
মনোনয়ন প্রত্যাহার করতে চাওয়ায় সুনামগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী জেলা আমির মাওলানা তোফায়েল আহমদকে দলীয় কার্যালয়ে তালাবদ্ধ করেছেন দলটির কর্মী-সমর্থকরা।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই সময়ে সেখানে জেলা জামায়াতের সেক্রেটারিকেও অবরুদ্ধ করে রাখা হয়। শেষ পর্যন্ত জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।
সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ। তবে আসনটি ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তোফায়েল আহমদ খানের মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতাকর্মীরা। এই খবর পেয়ে আজ ৩টার দিকে সুনামগঞ্জ শহরের হাসননগরস্থ দলীয় কার্যালয়ে ছুটে যান বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এ সময় অফিসের ভেতরে ছিলেন তোফায়েল আহমদ খান ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনার কারণে নেতাকর্মীরা বিক্ষোভ করে এক পর্যায়ে অফিসে তালা দিয়ে দেন। বিকেল ৫টা পর্যন্ত তারা অবরুদ্ধ ছিলেন। পরে অন্যান্য নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানালে নেতাকর্মীরা সরে যান।
জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ বলেন, মাওলানা তোফায়েল আহমদ খান জনপ্রিয় প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছিলেন। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা মানতে না পেরে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

logo-2-1757314069.png)
