ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের গাড়ি এখন জামালপুরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের গাড়ি এখন জামালপুরে
জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে দেশজুড়ে ঘুরছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০জানুয়ারি) সকালে জামালপুর জেলা শহরের ফৌজদারি এলাকায় অবস্থান নেয় ভোটের গাড়িটি।
এসময় গণভোট ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতামূলক নানা বার্তা প্রচার করা হয়।
পাশাপাশি প্রধান উপদেষ্টার বক্তব্য, নির্বাচন বিষয়ক সচেতনতা মূলক গান প্রচার করা হয় গাড়ির সাউন্ড সিস্টেমের মাধ্যমে।
ভোটের গাড়িকে ঘিরে জেলার বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা ভিড় জমায়। সাধারণ মানুষ ভোট প্রদান ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নানা তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইউসুফ আলী এবং পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ভোটের গাড়ি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

logo-2-1757314069.png)
