এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২১:৩২
রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপি রাঙামাটি জেলা কার্যালয়ে এনসিপি রাঙামাটি জেলা কমিটির সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে রাঙামাটি জেলা ও জুরাছড়ি উপজেলা এনসিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এছাড়াও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য উপ-মন্ত্রী মনি স্বপন দেওয়ান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা

logo-2-1757314069.png)
