Logo
×

জেলার খবর

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ২৩:১৯

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করার প্রতিবাদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। রোববার(১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় বিএনপি সমর্থিত কয়েক শত নারী আমির হামজার বিচার দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধ নারীদের অভিযোগ আমির হামজা ২০২৩ সালের একটি ওয়াজ মাহফিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অসম্মানজনক বক্তব্য দিয়েছিলেন। সম্প্রতি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন এবং তাকে নির্বাচনী মাঠে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা জানান, জিয়া পরিবারের সদস্যের প্রতি এমন ধৃষ্টতা কোনোভাবেই বরদাশত করা হবে না। তারা অনতিবিলম্বে আমির হামজার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে নিজের ফেসবুক পেজে নাম বিকৃত করার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। তবে সাধারণ মানুষ ও দলীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।