Logo
×

জেলার খবর

সরকারি বই বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক প্রধান শিক্ষিকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫১

সরকারি বই বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক প্রধান শিক্ষিকা

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

জামালপুর প্রতিনিধি: রবিবার (১৮ জানুয়ারি) ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে সরকারি বইসহ আটক করেন।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারি বিনামূল্যের পাঠ্যবই বিক্রির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনার তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।