সরকারি বই বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক প্রধান শিক্ষিকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫১
জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
জামালপুর প্রতিনিধি: রবিবার (১৮ জানুয়ারি) ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে সরকারি বইসহ আটক করেন।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারি বিনামূল্যের পাঠ্যবই বিক্রির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনার তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo-2-1757314069.png)
