Logo
×

জেলার খবর

জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীর বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৪৪

জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীর বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা।


জামালপুর প্রতিনিধি: রোববার বেলা ১২ টার দিকে শহরের ফিসারি মোড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করে তারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে ঘন্টাখানেক আটকা পড়ে। দূর্ভোগে পড়ে এই রেলপথে চলাচলকারীরা।


জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈকত হোসেন জানান- কয়েকদিন আগে   জামালপুর শহর শাখাসহ ছাত্রদলের দুইটি কমিটি প্রকাশ করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা পদ পেলেও পদবঞ্চিত হয়েছে গত ১৭ বছর  রাজপথে আন্দোলন সংগ্রাম করা ছাত্রদলের নেতা-কর্মীরা। 


এসব বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল পাঠান বলেন-‘যারা আন্দোলন করছে তারা ছাত্রদলের কেউ না। যারা নির্বাচনের আগে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা বিরুদ্ধে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।’


জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন-‘ ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ রেলপথ অবরোধ করে। খবর পাবার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। পরে ছাত্রদল নেতাদের সাথে কথা বললে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। ১ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।’