শীত প্রবণ জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে একের পর এক শৈত্যপ্রবাহ। কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পৌষের শেষের দিকে এসে টানা ছয়দিন ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তবে বেলা বাড়ার সঙ্হে সঙ্গে সুর্যের দেখা মিললেও ছড়াচ্ছেনা কাঙ্ক্ষিত উত্তাপ। এতে পাহাড়ি হিম বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে মানুষজন। রাত থেকে সকাল পর্যন্ত বেশি শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যমতে গেল শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৭ দশমিক ৫ ডিগ্রি এবং বুধবার (১৪ জানুয়ারি) ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর আগে সকাল ৬টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

logo-2-1757314069.png)
