জয়পুরহাটের পাঁচবিবিতে ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবদল কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজার এলাকার ঢাকার পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজারের ঢাকার পাড়া মোড়ে ছুরি দিয়ে ইয়ানুরকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যাওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ইয়ানুরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
তারা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে যে ইয়ানুর মারা গেছেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন দেন। জয়পুরহাটের পাঁচবিবি থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুন নবী জানান, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া সঠিকভাবে আর কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছে পুলিশ। নিহত ইয়ানুর রহমান স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে জেলা ও উপজেলা যুবদলের একাধিক নেতা জানিয়েছেন।

logo-2-1757314069.png)
