মীরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৯
মীরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্বিতল বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত দুইটার দিকে বারইয়ারহাট পৌরবাজার ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নাফিস আহমেদ (১৬), চান্দগাঁও থানা এলাকার ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার কাতলামারি এলাকার মিন্টু মিয়া (২৬)।
হাইওয়ে পুলিশ জানায়, ধুমঘাট সেতু এলাকায় সড়কের পাশে বন বিভাগের তল্লাশি চৌকিতে কাঠবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। রাত দুইটার দিকে ট্রাকের পেছনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলস এর বাস ধাক্কা দেয়। এ সময় বাসের ৮-১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অন্যদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ‘নিহত যাত্রীদের পরিবারে খবর পাঠানো হয়েছে। মীরসরাইয়ের নাফিস আহমেদের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। নাফিসের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে। তবে চালকরা পলাতক।’

logo-2-1757314069.png)
