মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি: বাবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯
১৭ বছরের কারাভোগের পর আবারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের অবিশ্বাস্য ফিরে আসা হিসেবে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
তিনি বলেছেন, ‘‘মৃত্যুদণ্ড থেকে ফিরে মনোনয়ন পাব, নির্বাচন করব; এটা স্বপ্নেও ভাবিনি। এটা সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে।’’ শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা নেত্রকোণার মদনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা প্রদান করেন। সমাবেশে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘‘আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে; নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমার জীবনের বড় পাওয়া।’’ তিনি আরো বলেন, ‘‘আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণে আজ আমি রাজনীতিতে ফিরে আসতে পেরেছি। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ উল্লেখ্য, প্রায় ১৭ বছরের কারাভোগের পর চলতি বছরের ১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। এর আগে, ওই দিন সকালে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে।
তার আগে, গত বছরের ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। এর আগে, গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। এ ছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলায় জামিন পান তিনি।

logo-2-1757314069.png)
