ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাসের জাহেদী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০০:০৮
আসন্ন জাতীয়
সংসদ নির্বাচনে ঝিনাইদহ -২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন
বিশিষ্ট শিল্পপতি ও বাফুফের বর্তমান সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহের প্রয়াত ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার জ্যেষ্ঠ
সন্তান। তিনি রেডিয়েন্ট গ্রুপ ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন
করছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সক্রিয়তায় ঝিনাইদহ ২ আসনটি বর্তমানে আলোচিত।
এ আসনে জেলা জামায়াতের আমির আলী আজম মোঃ আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জেলা বিএনপি সভাপতি
অ্যাাডভোকেট এম এ মজিদ, গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক রাশেদ খানসহ কয়েকটি রাজনৈতিক
দলের নেতারা প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক কর্মকান্ড ও ক্রীড়া সংস্থায় নাসের শাহরিয়ার জাহেদি মহুলের নেতৃত্ব দেওয়ার ঘটনায় তিনি এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এদিকে, নাসের
নাসের শাহরিয়ার জাহেদি মহুলকে অনেকে আওয়ামী ঘরানার বললেও এ নিয়ে আওয়ামী স্থানীয় নেতাদের
মাঝেও মতভেদ রয়েছে।
এ বিষয়ে কার্যক্রম
নিষিদ্ধ আওয়ামীলীগের ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলেন মোহাম্মদ আসাদুজ্জমান
বলেন, “ নাসের শাহরিয়ার জাহেদি মহুলকে তৎকালীন জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রয়াত এমপি
আব্দুল হাই অনেকটা জোর করেই আওয়ামীলীগে নাম লিখেয়িছিলেন। তবে, মহুল সাহেব দলীয় কোন
কার্যক্রমে অংশ নিতেন না।“
আসাদুজ্জামান আরো বলেন, “ ২০২২ সালের পৌরসভা নির্বাচনে মহুল সাহেবের ভাই স্বতন্ত্র
প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেসময় আমাদের দলের একাংশের নেতাকর্মীরা তাঁর বাড়ি,
ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়।“
এছাড়া তাঁর ছোট ভাইয়ের উপর হামলা করে আহত করা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ২০২২ সালের
জুন মাসেই দল থেকে পদত্যাগ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে নাসেরের প্রার্থী হওয়ার খবরে তার সমর্থকেদের
মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

logo-2-1757314069.png)
