Logo
×

জেলার খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমলগঞ্জ উপজেলা বিএনপির ১৭ নেতাকর্মীকে অব্যাহতি

Icon

তারেকুল ইসলাম পাটোয়ারী, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২০:৪৭

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমলগঞ্জ উপজেলা বিএনপির ১৭ নেতাকর্মীকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির ১৭ জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দলটি।



অব্যাহতি প্রাপ্ত নেতাকর্মীরা হলেন— সিপার আহমদ তরফদার (সাবেক সভাপতি, ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপি), আতাউর রহমান চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপি), আব্দুল ময়ূন ফারুক (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি), সাজিদ আলী (সাবেক সাধারণ সম্পাদক, ২নং পতনঊষার ইউনিয়ন বিএনপি), মাহমুদুর রহমান বাদশা (সাবেক সভাপতি, ২নং পতনঊষার ইউনিয়ন বিএনপি), এনামুল হক শামীম (সাবেক সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন বিএনপি), রেজাউল করিম নোমান (সাবেক সাধারণ সম্পাদক, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন বিএনপি), লুৎফুর রহমান সাইফুল (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি), সিদ্দেকুর রহমান চৌধুরী (সাবেক সভাপতি, ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপি), জিহাদ আহমদ চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপি), আব্দুল কাদির (সাবেক সাধারণ সম্পাদক, ৭নং আদমপুর ইউনিয়ন বিএনপি), আবুল কাহের আছরু (সাবেক সাংগঠনিক সম্পাদক, ৭নং আদমপুর ইউনিয়ন বিএনপি), লুৎফুর রহমান আজমল (সাবেক সাংগঠনিক সম্পাদক, ৯নং ইসলামপুর ইউনিয়ন বিএনপি), অজয় কানু (সাবেক সাধারণ সম্পাদক, ৮নং মাধবপুর ইউনিয়ন বিএনপি), বিল্লাল হোসেন চৌধুরী (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি), আব্দুল হক চৌধুরী সাইস্তা (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি) এবং ডা. মনসুর আলী মঞ্জু (সাবেক সাধারণ সম্পাদক, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন বিএনপি)।

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের  সব পদ থেকে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।