Logo
×

জেলার খবর

হ্যাঁ মানে আজাদী, হ্যাঁ মানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার: সাদিক কায়েম

Icon

গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

হ্যাঁ মানে আজাদী, হ্যাঁ মানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার: সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, গণভোটে হ্যাঁ মানে আজাদী, হ্যাঁ মানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার, এই হ্যাঁ মানে গত চুয়ান্ন বছরে দেশে যে পরিবারতন্ত্র তৈরি হয়েছে, সেই পরিবারতন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়া। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে 'ঐক্যবদ্ধ ছাত্র সংসদ' এর উদ্যোগে আয়োজিত গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম তার বক্তৃতায় বলেন, এই হ্যাঁ মানে হলো জনগণের যে প্রকৃত ক্ষমতা, তা জনগণের হাতে তোলে দেওয়া, এই হ্যাঁ মানে হলো কৃষক-শ্রমিক-রিক্সা চালকের টাকায় আমার যে দেশ চলে তাদের সন্তানকেও আগামীর রাষ্ট্র নায়ক বানানোর জন্য ক্ষেত্র তৈরি করা।

ডাকসু ভিপি আরও বলেন, " হ্যাঁ মানে বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যে গুম-খুন-হত্যা-আয়নাঘরের জন্য দায়ী খুনি হাসিনা এবং তার ধূসরদেরকে বিচারের আওতায় নিয়ে আসা।"

তিনি তার বক্তব্যে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তারেক রহমান বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে বক্তব্য দিচ্ছেন, মঞ্চে নাটক করছেন। কিন্তু হ্যাঁ এর পক্ষে একবারও কথা বলেন নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসু, জাকসু, চাকসু সহ মোট ৫টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিবৃন্দ, জামায়াত মনোনীত সিলেট-১ আসনে এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ও কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদের ইমাম এবং সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।