বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে জেলা জামায়াত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের সকাল বাজার এলাকা থেকে শুরু হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এসময় জেলা জামায়াতের নেতারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

logo-2-1757314069.png)
