Logo
×

জেলার খবর

এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে ১১ দলীয় জোট সরকার গঠন করলে : আসিফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৫২

এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে ১১ দলীয় জোট সরকার গঠন করলে : আসিফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলীয় জোট সরকার গঠন করলে কুমিল্লা বিভাগ এক মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেছেন, নির্বাচিত হলে বিগত সময়ে বিভিন্নভাবে কুমিল্লাকে যে বঞ্চিত করা হয়েছিল, সেটার বঞ্চনার ইতি বাস্তবায়িত হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলোও দ্রুত বাস্তবায়নসহ আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

বুধবার দুপুরের দিকে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকায় মুক্তিযুদ্ধ চত্বরে এনসিপির নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন।

আসিফ বলেন, গণঅভ্যুত্থানের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই মনোনয়ন যাচাই পর্বে ঋণখেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে, বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া।

এর আগে, দুপুরে কুমিল্লার দেবীদ্বারে সমাবেশে আসিফ মাহমুদ বলেন, আপনারা ১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন। বাংলাদেশের রাস্তাঘাটে একটু হেঁটে দেখুন, দেশকে আগে চিনুন। তারপর আমরা ভরসা করতে পারব যে আপনারা দেশের মানুষের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না।

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন নিপীড়নের পর এখন নতুন এক ধরনের নিপীড়নের শিকার হচ্ছে। একটি পক্ষ জনবিচ্ছিন্ন থেকে পুনরায় মানুষের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।