সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে শতভাগ নিরাপদ: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৮
নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য,
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। শতভাগ নিরাপদ থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা— এমনটাই জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খাঁন।
সোমবার (২৮ জানুয়ারি ) জেলার কালীগঞ্জ শহরের সরকারী ভূষণ হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এটি ব্যবহার করে মিথ্যা বলে কোন রকম ফায়দা নেয়ার চেষ্টা করলে তাকে ঝেটিয়ে বিদায় করবেন।
এসময় গত ৫ আগস্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাদের চাঁদাবাজি আর চলবে না।
স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশে রাশেদ বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানসিকতার কোন উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেয়ার চেষ্টা করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

logo-2-1757314069.png)
