টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৪
টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটারদের মধ্যে টাকা বিলি করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের টাকা দেয়ার ভিডিও ধারণ করে স্থানীয়রা। পরবর্তীতে এই ঘটনার ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।
ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পাঁচশত ও এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবি করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন।
এই ঘটনায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন। দাবি করা হয়, বিএনপির লোকজন টাকা বের করেছে। সেটি ভিডিও করে তাদের ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এ ধরণের ঘটনা খুবই ন্যাক্কারজনক। এর আগেও তারা ভোটারদের বিকাশে টাকা পাঠাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছে। আমি এর তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তি দাবি করছি।

logo-2-1757314069.png)
