Logo
×

জেলার খবর

‘বেআদব বেনসিব’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮

‘বেআদব বেনসিব’

ঢাকা- আসনে ধানের শীষের সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ১১ দলীয় প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে নির্বাচনী বাহাস জমে উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাদের বেশ কিছু বক্তব্য। তাদের বক্তব্য ঘিরে নেটিজেনরা প্রতিক্রিয়া হিসেবে করছেন নানা ধরনের মন্তব্য করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে সন্তান তুল্য উল্লেখ করে মির্জা আব্বাসের দেয়া বক্তব্যের ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগযোগমাধ্যমে। মির্জা আব্বাস বলেন, বাবা তোমাদের বয়স এখনো হয়নি ওইরকম। তোমরা শ্রদ্ধা করতে শিখো। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে বলেন, একটা কথা মনে রেখো, শেখ সাদির আদব-কায়দা সম্পর্কে একটি কবিতা আছে, আমি কবিতার একটি ছোট্ট লাইন বলতেছি বেআদব বেনসিব বাআদব বানসিব অর্থাৎ বেয়াদবের কপাল সব সময় খারাপ হয়। যার আদব-কায়দা থাকে তার কপাল সব সময় ভালো হয়। আমি আমার সন্তান তুল্য যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন তাদের উদ্দেশে কবিতার লাইনটা বললাম।