Logo
×

জেলার খবর

কোরআন অবমাননার অভিযোগে জামালপুরে যুবক আটক

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

কোরআন অবমাননার অভিযোগে জামালপুরে যুবক আটক

জামালপুরে পবিত্র কোরআন শরিফ অবমাননা করার অভিযোগ আকাশ নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

গত রাত ১১টার (২৫ জানুয়ারি, ২০২৬) দিকে পৌর এলাকার জঙ্গলপাড়া থেকে তাকে আটক করা হয়।


এসময় এলাকাবাসী জানায়, জামালপুর পৌর এলাকার আনোয়ার হোসনের ছেলে আকাশ গতকাল পবিত্র কোরআন শরিফ ছিড়ে নোংরা জায়গায় ফেলে দেয়।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা তাকে বোর্ডঘর এলাকায় আটক করে। প্রাণভয়ে সে একটি দোকান ঘরে আশ্রয় নেয়। পরে, ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সদর থানার পুলিশ ব্যর্থ হয়।

পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পদক্ষেপে তাকে উদ্ধার করে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।