Logo
×

জেলার খবর

মারা গেছেন কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ২৩:২১

মারা গেছেন কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বিকেলে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

তার মৃত্যুর খবরটি বাসসকে জানান হলি ফ্যামিলি হাসপাতালের কর্মকর্তা মো. সোহেল। তিনি বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউ- চিকিৎসাধীন ছিলেন হাসান মোল্লা।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টায় কেরানীগঞ্জের জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে হাসান মোল্লার (৪৫) পেটের বাম দিকে একটি গুলি লাগে। পরে রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসান মোল্লার ছোট ভাই রাকিব সাংবাদিকদের জানান, ভাই গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে গুলি বের করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে ভাই মারা যান।

হাসান মোল্লার ভাই আরো জানান, গত বৃহস্পতিবার রাতে ভাই একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের হিরো চেয়ারম্যানের বাড়ির কাছে একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আলী আজম মোল্লার ছেলে। হাসানের এক ছেলে এক মেয়ে রয়েছে।