গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান ঢাকাকে বাসযোগ্য করা হবে
ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:১৯
পুরান ঢাকার
দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর
স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান
ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।
শুক্রবার (২৩
জানুয়ারি) রাজধানী সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণার
শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন
বলেন, ‘জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আগামী
১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের
জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য অপেক্ষা
করছেন। আমরাও সবাইকে উদ্বুদ্ধ করেছি, যাতে সবাই ভোটকেন্দ্রে
যায় এবং তাদের ভোটাধিকার
প্রয়োগ করে।’
তিনি
বলেন, ‘পুরান ঢাকার যে স্থানীয় সমস্যাগুলো
রয়েছে, যেমন গ্যাস সংকট
এখন মারাত্মক আকার ধারণ করেছে।
রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে
গেছে।
বিভিন্ন
জায়গায় খোলা ড্রেনেজ রয়েছে,
যেখানে নর্দমার মতো পানি জমে
থাকে। এ ছাড়া আমাদের
এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক
জ্যামসহ নানাবিধ সমস্যায় জর্জরিত এই পুরান ঢাকার
অঞ্চলটি। এসব সমস্যা সমাধানের
প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।’
তিনি
আরো বলেন, ‘পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশে যে সংস্কারগুলো আমরা
করতে চাই, তার মধ্যে
স্থায়ীভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার
ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতন্ত্রকে
স্থায়ীভাবে প্রতিষ্ঠা করাও আমাদের লক্ষ্য।

logo-2-1757314069.png)
