ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলার ক্রেতাদের ফ্রিজ-টিভি হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৪:২৯
ওয়ালটন ডিজিটল ক্যাম্পেইনের আওতায় দেশের ছয় জেলায় পুরস্কারজয়ীদের টিভি ও ফ্রিজ হস্তান্তর করেছে ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের এ দেশীয় কোম্পানি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, সম্প্রতি ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ওয়ালটন পণ্য কিনে ফ্রি পণ্য উপহার পাওয়া ক্রেতাদের মধ্য থেকে ৯ জনের হাতে ফ্রিজ, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে আওতায় ওয়ালটন পণ্য কিনে এসব উপহার পেয়েছেন তারা। উপহারপ্রাপ্তরা হলেন– রাজধানী ঢাকার শাহজাদপুরের মো. সৌরভ, রংপুর নগরীর হারাগাছ এলাকার আব্দুল আজিজ ও কামাল খাসনা এলাকার তরুণী সৃষ্টি আক্তার, সিলেটের সুলতানা বেগম, মো. জাকারিয়া এবং লিটন মিয়া, যশোর সদরের ভুমদিয়ার কবির উদ্দীন, মাগুরার রণজিৎ বিশ্বাস এবং দৌলতপুর কুষ্টিয়ার রুহুল আমীন। ঢাকাসহ সংশ্লিষ্ট জেলায় আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে তাদের হাতে উপহার তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অন্যদের মধ্যে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের কর্মকর্তরা এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চিত্রনায়ক আমিন খান বলেন, “ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা। ওয়ালটন গ্রাহকদের দেয়া কথা রাখে তার প্রমাণ এই উপহার হস্তান্তর অনুষ্ঠান।” দেশব্যাপী এখন চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরণের পণ্য। চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

logo-2-1757314069.png)
