Logo
×

কর্পোরেট সংবাদ

দেশের বাজারে আবারও সেরা ব্র্যান্ড ওয়ালটন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৪:২৬

দেশের বাজারে আবারও সেরা ব্র্যান্ড ওয়ালটন

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন আরও একবার দেশের বাজারে সেরা ব্র্যান্ডের খেতাব পেয়েছে। শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’  সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন।

রেফ্রিজারেটর, এসি (এয়ারকন্ডিশনার) ও টেলিভিশন- এই ৩টি বিভাগে ওয়ালটন পেয়েছে পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’। এ নিয়ে ওয়ালটন ফ্রিজ টানা ১২ বার, ওয়ালটন টিভি ৩ বার এবং ওয়ালটন এসি ২ বার দেশের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করল।

গত শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’ এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা প্রদান করা হয়। সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম, এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা।

সেরা ব্র্যান্ডের খেতাব প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন সিএমও জোহেব আহমেদ প্রতিষ্ঠানটির অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ প্রতিষ্ঠানে কর্মরত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। জোহেব আহমেদ বলেন, ওয়ালটনের স্বপ্ন- বাংলাদেশকে এআই, আইওটি-বেজড উদ্ভাবনী প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন হাবে পরিণত করার পাশাপাশি ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় পৌঁছে দেয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে ফ্রিজ, এসি, টিভিসহ অন্যান্য প্রযুক্তিপণ্যে প্রতিনিয়ত এআই, আইওটির মতো উদ্ভাবনী ও সর্বাধুনিক সব স্মার্ট প্রযুক্তি সংযোজন করছে ওয়ালটন। ইতোমধ্যেই বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটন তাঁদের ব্যবসা সম্প্রসারণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, একশটিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছে ওয়ালটন। দেশসেরা ব্র্র্যান্ডের মর্যাদা ও স্বীকৃতি অর্জনের এই ধারাবাহিক সাফল্য ওয়ালটনের বিশ্বজয়ের পথচলায় নিঃসন্দেহে এক বিশাল অনুপ্রেরণা।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদণ্ড বিবেচনায় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ৪৫টি ক্যাটাগরিতে মোট ৪৫টি ব্র্র্যান্ডকে সেরা ব্র্যান্ডের পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে দেশসেরা ব্র্র্যান্ডের খেতাব অর্জন করছে ওয়ালটন।